দৈবক্রমে দুনিয়াদারি
কপালজোড়ে দেশ,
এমন কথা শুনে রাগে
ছিঁড়ছি মাথার কেশ ।
বাই চান্সের বাঙালি আমি
পেয়েছি বাংলাদেশ,
বেঈমানী আর মোনাফেকি
বহাল রাখবো বেশ ।
ভাগ্যক্রমে মুক্তিযুদ্ধ
স্বাধীন হে বাংলাদেশ,
নব্য পুরান সব রাজাকার
তোমাকে করবে শেষ ।
বাই চান্সের মোষ তাড়ানো
পেশা রাজার নীতি,
বিবেক তো নাই গাই তো রে ভাই
দেশোদ্রোহী গীতি ।
বাই চান্সের বাংলাদেশ
বিকল মাথার কথা!
মুক্তিযোদ্ধা, মহান মুজিব
আত্মত্যাগ সব বৃথা!
বাই চান্সে থাকতে তুমি
পাকি পায়ের তলায়,
দ্বিতীয় শ্রেণীর দাসের জীবন
থাকতো দড়ি গলায়।
বাই চান্সের কথার আগে
ভাবলে না একবারো,
বাঙালি জাতির স্বাধীন দেশে
খেয়ে দেয়ে গর্ব সুখে
দেশ সেবার ঐ শপথ বুকে
নিমকহারাম এমন কথা
মুখে আনতে পারো !
বাই চান্সে তবে তো তুমি
বাংলাদেশ এই জন্মভূমি
অস্বীকারই করো !
বাই চান্সের বাংলাদেশ
কৃতঘ্ন এই কথা,
লাল সবুজের বুকে দিলো
মর্মঘাতী ব্যথা ।
(১৭.০১.২০২৩)