ইতিহাস বলে,
স্বৈরাচারের শেষ হয় সময়, ক্ষমতা অন্ধ দিন-রাত্রি,
যখনই গর্জে ওঠে বিদ্রোহে দেশের ছাত্র-ছাত্রী ।

ইতিহাস আরো বলে,
কখনোই বুঝতে পারে না স্বৈরাচার,
তাদের বিনাশে রক্ত দেবে রাজপথে
নূর হোসেন, আবু সাঈদেরা বারবার।

(০৫.০৮.২০২৪)