সেদিন, ছিল আনন্দের দিন
হাত নাড়লাম বন্ধুটিকে ।
ঐ দূর সবুজ
ও দৌড়পথের ওপার থেকে,
সেও নেড়েছিল হাত আমার দিকে ।
অথচ বাকী সমস্তটা দিন
করলো সে আমাকে উপেক্ষা,
এবং কী যে উপেক্ষা অপরিসীম !
এবং সেটাই আমাকে নিয়ে গেল গভীরে
নীলের গভীরতম অতলে ।
(২২.০১.২০২৫)
Buddy 2
- Marshall Iftekhar Ahmed
That day, it was a fun day,
I waved at my buddy.
From far away, over the greens
and the tracks,
she waved back at me too.
But the rest of the day
she ignored me, and so ignored me
all the way !
And that got me to go deep
under the deepest of the blue.
(22.01.2025)
Copyright © Marshall Iftekhar Ahmed | Year Posted 2025