পরাজিত আহত বাঘের মতো
ছিল অরণ্যে রোদন।
মুক্ত নীলিমার পাখির মতোন
ছিল ভ্রুক্ষেপহীন বোধন ।

ছিল তবুও চাহিদা,
সানকি ভরা তার ঐ স্বাধীনতা
চেটে চেটে থেকে যাবে কেউ
আকালের ভুখার মতোন।

বন্ধুত্বের অজুহাতে
পুরুষ আসক্ত দেবীর এ জলসা মাঝে
অবশেষে কোনো প্রেম তৃষ্ণার্ত কাঙাল

মুক্ত ও দাম্ভিক দেবতার মতো বিতৃষ্ণ এখন।

(২০.০৪.২০২৩)