বৃষ্টি নেমেছে, তুমি কী করে ভাবলে,
তোমাকে যেতে দেবো আমি_ এখনই !
আমার না বলা কথাগুলো.....
                       আজ না জানিয়েই ।

তীব্র দহন শেষে
            এসেছে বৃষ্টি আজ এসেছে
এই শহরে...      
           এমন দিনে.....
তুমি কি পারবে আমার সাথে,
না ভিজেই এই বৃষ্টিতে...চলে যেতে...।


বৃষ্টির বিশুদ্ধ জলে,
          অবগাহনে যখন রূপসী নগরী,
এমন দিনে.....
তুমি পারবে কি আমার হৃদয়টাকে
ভেঙ্গে দিয়ে চলে যেতে.......।



(১৭.০৫.২০০০)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)