কখনো বসন্তও করেনি এমন মুগ্ধ আঘাত
করলো যেমন সুদৃঢ় বসন্তের সৌন্দর্য তোমার !
তোমার বাসন্তী দৃষ্টির সম্মুখে
ছিলাম আমি
গ্রীষ্মের পোড়া পাতার মতোন বেমানান,
আমার প্রতিকূল এ অবয়বে ফোটাতে পারিনি
একটিও বসন্ত কোমল সম্বোধন
অথবা ফাগুন রাঙা আলাপের সামান্য সংলাপ ।
তোমার থমথমে দৃষ্টিপাতের মিশ্রণে
মূখ্যত রাগই ছিল প্রধান উপাদান,
তবে মনে হলো ছায়া মাখা সে অভিব্যক্তিতে
হয়তো আছে মিশ্রিত সামান্য হলেও অভিমান,
এবং না চাইলেও,
দক্ষতায় প্রস্ফুটিত ঐ সুদৃঢ় বসন্ত সৌন্দর্যৈ ছিল
যথাযোগ্য প্রশংসা প্রাপ্তির চাহিদা ।
অথচ সক্ষম হতে পারিনি প্রকাশে,
কেননা বাসন্তিকার মতোন সবার জন্য
সৃষ্টি করলেও বসন্তের বিলাস,
ছিলে আমার জন্য নেহাতই এক
বসন্ত বিলাপের উৎপাদিকা ।
(২১.০২.২০২৫)