একটি সুন্দর জীবন আছে ।
কিন্তু ছিলো না তা, আমার জন্য স্পর্শ করার ।
এবং সেই সুখী ও হাস্যোজ্জ্বল জীবন
কেউ কেউ তোমরা করতে পেরেছো দৃঢ় মুষ্ঠিবদ্ধ ।
আমি সেটি ঘৃণা করি, তারপরই স্মরণ করি
অপরাধবোধে, তোমরা পারো,
ধারণ করেও কিছু প্রগাঢ় দুঃখ ।
ভালো লাগতো যদি খুব মুক্ত ছুটতে পারতাম,
কিন্তু লড়াই করিনি, শুধুই হেরেছি বিষাদের কাছে,
এবং ওরা বন্দি করলো আমাকে পঙ্গুত্বে ।
(২৫.০৯.২০২৪)
(আমার) মূল ইংরেজী:
"Crutched"
There is a beautiful life !
but it was not for me, to be touched.
And that happy smiley life
some of you strongly clutched.
I hate it, then I remember in guilt,
that you can,
even with holding some sorrow so much.
I would have loved to run !
but never fought, only lost to sorrows,
and they got me crutched.
(09.23.2024)
Copyright © Marshall Iftekhar Ahmed | Year Posted 2024