মনে হয় এই শহরে
কেউ নেই আর ভগ্ন হৃদয় ।
প্রেম এখন কত যে দর্শনে
সজ্জিত হয় !

প্রতিনিয়ত সঙ্গ ও শরীরী সন্ধ্যায়
কারো নেই আজ
হৃদয় ভেঙ্গে যাবার ভয় ।

হৃদয় না ভেঙ্গে যাবার এ
দৃপ্ত তৃপ্ত দিনে
প্রেম থেকে বন্ধু খেলা হিরন্ময় ।

(২৫.০৫.২০২৪)