বলেছিলেন আলেক্সান্ডার পুশকিন,
একটি ছেলে ভালোবেসে যখন
একটি মেয়ের হাতে হাত রাখে,
সমস্ত পৃথিবীটা একসঙ্গে হেসে ওঠে।

তাহলে জিজ্ঞেস করি,
যদি খুব ভালোবেসেও না রাখতে পারে হাত,
তবে কি
পৃথিবীর মাঝে কান্নার মতো কিছু ঘটে?

ঘটে না।
পৃথিবী কবিতার রূপকল্প হয়ে ওঠে না ।
পরোয়া করে না
কবিদের পরাবাস্তব হাহাকার ।
পৃথিবী থাকে নির্মমভাবে নির্বিকার ।
এটাই চরম চরিত্র তার।
অচরিতার্থ প্রেম, স্বপ্ন আশা আকাঙ্খার
অবিরত মৃত্যু ঘটে,
পৃথিবীর বাস্তবতা নামের
অব্যর্থ এক অস্ত্রাঘাতে ।

(৩০.০৪.২০২৩)