(১)

কেমন আছি, বলবো না তাকে
যে আমার এ ভালোবাসাকে
দিয়েছে পাঠিয়ে, কোন সে এক গহীনেরলোকে
খুঁজে তো পাই না আর !
তাই নীরবতা আর অভিমানই বন্ধুর মতোন
শূন্য এ অন্তরলোকে আমার ।

(২)

বলবো না তাকে, লাভ কী বলে ?
বাস করে সে দর্শন দলে
তার নীড়ে প্রেম অযাচিত বাধা
শুধু বন্ধু বন্ধু মোহমায়া জ্বলে ।

(২৮.১০.২০২৩)