বলা কি যায় ?
যে ভালোবাসা এ চোখে,
দেবে তাকে, কোনো ভাঙনেরই দায় ।

বলা কি যায় ?
কথা যা আনবে কোনো ঝড়,
করে দেবে তাকে আপন থেকে পর।

তবু কেনো কাছে আসে
কথা বলে,
দেখে না তো এ ভাঙা হৃদয়
কেঁদে চলে ।

বলা কি যায় ?
ভেঙে দাও সুস্থির ঠিকানা,
চলে এসো এই সবুজে খালি পায়ে ।

ছেঁড়া কি যায়?
তাকে তার গল্প থেকে হঠাৎ,
বোঝে না মন,
তবু তার হৃদয়ে ভাসতে চায় ।

বলা তো যায়,
জানি এ খুব যে অসময়,
যদি হতো, অবাধ সময়ে পরিচয় ।

বলা তো যায়,
জানি আজ গ্রহনীয় নয়,
তবু বলো তোমারো কষ্ট কিছু হয় ।

তবুও সে যেন দেখে না
বেদনা,
তার চোখেও লুকিয়ে রাখে
সান্তনা ।

পড়া কী যায় ?
তার চোখের সাদা কালোয়,
ভালোবাসা নীরবে সংলাপময় ।

ধরা কি যায় ?
যে হাতে পূর্ণ অঙ্গীকার,
তবু কেনো ধরতে চাই যে বারে বার ।

কী করে কাটবে এ আঁধার
হৃদয়ে শূন্যতার
পারবো কি জ্বালাতে আর
কোনো ভুলে যাবার আলো ?

তবু কেনো কাছে আসো
কথা বলো ?
দেবে কি আর হৃদয়ে তোমার
জ্বালাতে আলো ।

(০৬.০২.২০২৫)