(১)
শনির আখরাতে দেবো আমি শোণিতের আড্ডা
বাহাদুর বাদুড়ের মতো ঝুলে থাকবো বাড্ডা
তুমি পাখা মেলো হে সুন্দরী বইমেলা বইমেলা
নিথর এ ঘরে আমি যে আমির লাল সিং চাড্ডা ।
(২)
বেড়া ভেঙে ছুটে আসে কত যে মজনুরা বইমেলা
জোনাকিরা ডাকে, চলে শৈল্পিক আড্ডার খেলা
ছবি আর ছবি সঙ্গ-সুখে পোস্ট ফেসবুকে
বন্ধু, বন্ধু হাহাকারে চালচিত্রটা সম্ভোগের শিল্পকলা।
(৩)
শেহেরজাদি চুম্বন করো এ অন্তরের অক্ষরে
বইমেলা অকুলীন এ হৃদয় অনেক কবিতা গড়ে
আজো দুই মলাটের মাঝে অবাঞ্ছিত অক্ষরের ছাপ
অহংকারে হবো না আপন আজন্ম অস্বীকৃতির পরে।
(০৯.০২.২০২৩)