(১)
খুকু চুলকোয় পিঠ, খােকাও চুলকোয়
বইমেলাতে ছাপিয়ে বই ।
ফেসবুকে ফোটে তোঁয়াজের তাপে
যত অর্বাচীনের লেখক হবার খৈ ।
(২)
জুম দিয়ে চলে বই আলোচনা
মন্তব্যের ঝড় সে কী অনবদ্য !
একটু পর বুঝি, তেতো হয় রুচি
সব পিঠ চুলকানোতে গোষ্ঠীবদ্ধ ।
(৩)
প্রকাশক খোঁজে ফেসবুকে নারী,
যদি পারে সে সুন্দরী একটু আধটু লিখতে ।
দ্রুত গাঁথে বন্ধুতা সে লেখিকা করবার টোপে,
পরোয়া কী ছাই !
বই ছাপানোর কিছু খেসারত গুনতে ।
(০১.০৪.২০২৩)