(১)

বইমেলা অগণিত গ্রন্থের আগাছায় ভরা
বিষয়-বস্তু প্রকাশে পঙ্গু তবু প্রমত্ত হরকরা
দেবীরাও দেখি সেজেগুজে মস্তকে দেন চুমু
তোঁয়াজ প্রসূত লেখক তখন উষ্ণতায় আত্মহারা ।

(২)

দেবী তোমার রূপক দেবতা কবির খবর কী ?
আটলান্টিক পাড়ি দিয়ে তিনি এসেছেন কি
তোমার সমৃদ্ধ থুতনি ধরে করতে আদর ?
তোমাদের বইমেলা, রঙ্গ আর সঙ্গ রসে ভাসছে কি ?

(৩)

বইমেলার প্রেম মরে গেল হুমায়ুন আহমেদ মরে যাবার পর
তারপর এক যুগ, গ্রন্থ ঈশ্বরীর প্রতি প্রেম হলো আশ্চর্যকর
ভেবেছি তার সাথে সমৃদ্ধ অনুভবে ফিরবো প্রাণের বইমেলা
কিন্তু আবার বিতৃষ্ণা, দেখে সে নারীর নর-বন্ধু তৃষ্ণা ভয়ংকর ।


(১৬.০৩.২০২৩)