সে নিঃসঙ্গ জীবন যাপন করে ।
স্বাধীনতা জ্বলে অনির্বাণ
তার অজুহাত শিল্প মর্মরিত বুকে ।
উড়ে এলে ভ্রমরের মতো প্রেম
সে পিষ্ট করে সুখে ।
তবে সে চায়, তার উন্মুক্ত আঙ্গিনায়
কৃপাপ্রার্থী দেবদাস
এবং অগণিত মজনুদের ভীড়,
অথবা সম্পর্ক সম্পর্কিত তারই দর্শনের ডাকে
পূর্ণ থাকে সে পরীর শৈল্পিক শিবির ।

শুধু একজনের জন্য কখনোই না
তার স্বাধীনতার শরীর ।
প্রেম না থাকার সেই অস্বীকার সংলাপ
যেন বৈপ্লবিক, বোহেমিয়ান সে ঈশ্বরীর ।

(১১.১০.২০২৪)