কী যে এক বিষন্নতা ফুটে থাকে !
ঝরে যায় না ঘাসেও হেঁটে
শুষেও নেয় না সমুদ্র তার তটে,
কত কথা বলি নক্ষত্রলোকের সাথে
জেগে উঠি তবু বিষন্ন এ পৃথিবীতে ;
কী যে এক বিষন্নতা ফুটে থাকে !
থামে না পানসী ভেরালেও ঘাটে
আকুল হয়ে ভাসে নীল চন্দ্রিমা রাতে
কত কথা বলি খুঁজে খুঁজে পথের সাথে
জেগে উঠি তবু বিষন্ন প্রভাতে ;
দারুণ ছুটি বিপন্ন মানুষের পথে পথে,
কত রুদ্ধ হই অসভ্য অনাচারের হাতে,
যাপিত জীবন যায় মার খেতে খেতে,
তার সাথে বিষন্নতা যেনো
আরো নিদারুণ হয়ে ফোটে;
সন্ধ্যাগুলো বন্দি করে
তার বিষন্ন বিছানাতে ;
বিষন্নতা করে তোলে কবি
আর আমি উন্মুখ অজানা এক আবেগে
বিষন্নতা খচিত করে চলি কবিতাতে ;
যদি দেখা হয় আবার,
এক তোড়া সতেজ বিষন্নতা
তুলে দেবো তোমার হাতে।
(২৫.০৮.২০২২)