কবি চেতনায় দগ্ধ কিছু দাগ নিয়ে
আজকাল ঘুরে বেড়াই ;
ব্যক্তিগত অনুভূতির
অখাদ্য বাক্য লিখে লিখে
অহংকারী রাজহাঁসের মতোন
হেঁটে হেঁটে পাখা ঝাপটে মাথা উঁচু করে
আমি নাকি যত্রতত্র বিষ্ঠার মতোন ছড়াই !
এবং বেনজির আমার বড়াই,
আমি নাকি নিরন্তর
অন্যের ব্যক্তিগত বোধের ভেতর
ঢুকে পড়ে কবিতায় তাদের নির্বিচারে এঁকে
হই শব্দের অনাহূত চাঁদ সওদাগর,
হই সপ্ত সমুদ্রের ঢেউয়ের মত আনন্দে প্রমত্তা !
কবিতা আসরে নামাই সবার সত্তা
মা, মাতৃভূমি প্রেমিকা
যেনো বিক্রি করি দালালের মতো ;

দালালের মতো !!!

ভর্ৎসনার বিষাক্ত তীরে জখম হয়েছে
বহুবার আমার এই কবি অস্তিত্ব ;

তবু যুদ্ধ দুর্ভিক্ষের হিংস্র শকুনের
ঠোকরে ঠোকরে দেহ ছিঁড়ে ফেলার মতোন
হলাম সেদিন প্রথমবার আহত;

স্বর্গেও নেই সে উপশম
সারাবে কবি হত্যার মতো এ নির্মম ক্ষত।

(১৯.০৯.২০২২)