আমি পথ চলি মুজিব এর চেতনায় ।

কৃশকায় সরল কৃষক
ছাত্র যুবকেরা, বিশ্বাস কি করা যায় !
সমূলে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা,
দেখো কী যে সমুন্নত অহংকারে ওড়ে এ পতাকা !
তার তলে আর
অসামান্য এই সবুজ সূর্যের মানচিত্রে,
দৃঢ় ও গর্বিত পদক্ষেপে
বেঁচে থাকি অনন্ত কৃতজ্ঞতায় ।

কোথাও যাইনি, দেখা তো হয়নি কত কিছু
তবু তুচ্ছ করে ছুঁড়ে ফেলি
সেইসব অপ্রাপ্তির জঞ্জাল সমূহ,
যখন এ দেশে জন্মাবার সৌভাগ্যের সুধা
যায় ছড়িয়ে আমার এ নাগরিক সত্তায় ।  
সমৃদ্ধ ইতিহাসের শ্যামল সম্ভার বুকে নিয়ে
এ দেশের মমতার পূর্ণতা হৃদয়ে মেখে
বাঁচি আমি যে বাঙালি এ বাংলাদেশের মৃত্তিকায় ।

বিজয়ের দিবসে আমাকে খুঁজে পাবে
কবিতার কোমল খাতায়, দেখবে লিখছি আমি  
"ভালোবাসা নাও হে আমার প্রিয় বাংলাদেশ"
ছন্দ প্রয়োজনহীন নিখাদ নিরস গদ্য কবিতায় ।

(১৬.১২.২০২৩)