তুমি কি বিধাতার কোনো তারা !
যেন পৃথিবীর প্রথম আদিম মানুষের মতো
স্রষ্টার নবীন আকাশে
অপার মুগ্ধ এক বিস্ময়ে
আমি দেখলাম তোমাকে প্রথমবার !
অপূর্ব শিহরণে
হাটু গেড়ে বসে বললাম,
হে নক্ষত্র দেবী,
এই অজানা জীবনটাকে বুঝিয়ে দাও আমার ।
(০২.০৮.২০২২)