বিদ্রোহে জয়ের পর আমরাও হয়ে উঠি অন্ধ
আমাদের সমস্ত অস্তিত্ব ছড়ায় প্রতিশোধের গন্ধ
স্বৈরাচারের পতন ঘটিয়ে উঠিয়ে নেই যেন
                        তারই মতো ক্ষমতার দন্ড
বিচার বিবেক সত্যের অনেক দরজা
                      আমরাও করি বাহুবলে বন্ধ ।

সৎ ও সম্মানিত
            তাকেও অপমানে থাকে না দ্বিধা-দ্বন্দ্ব
নির্দোষ তবুও বিপক্ষ বলেই
        বিদ্রোহের বিজয় খড়গে কাটতে চাই গন্ড
আমরা দেখি বিদ্রোহী ও স্বৈরাচারী
           কখনো কখনো চরিত্রে একিরকম মন্দ ।


(১৬.০৯.২০২৪)

* উৎসর্গ: শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান নূর ।