কেমন আছো তুমি?
- জানতে চাই না।
জানতে চেয়ে শুষ্ক শরীরে.....
নামাতে চাই না দুখের বৃষ্টি ।
আমি কি তোমাকে ভালোবাসি এখনো?
- খুব! কখনো ভুলে যাবো না ।
যেমন ভোলে না পাহাড় পুরুষ
তার নারীর মতো নদীকে ।
কেমন আছি আমি?
- মেঘ-পাহাড়ের দেশ থেকে
অর্ধনগ্ন এক জ্যোতিষ এসে বলে গেল,
তোমার আর জানবার প্রয়োজন নেই ।
ভালোবাসো কি এখনো আমাকে?
- নাহ! মাঝপথে ছুঁড়ে ফেলে গেছো,
প্রয়োজনহীন ছেঁড়া কাগজের মতো,
শুকিয়ে যাওয়া ফুলমালার মতো
ছিন্ন করেছো ভালোবাসা, ছুঁড়েছো নর্দমায়।
মন কি কাঁদে তোমার?
- কাঁদলেও শক্ত করে নেবে মন,
কেননা আমি যেমন, তাই থাকবো।
ঝর্ণাশহর গেছো আবার? দ্বিতীয়বার?
- কক্ষনো আমার খোঁজ নেবে না ।
যাও,
এবার বাধাহীন ঘুরে আসতেও পারো
কক্সবাজারের সমুদ্র কিনার ।
তোমাকে কি মনে পড়ে?
- সবসময়,
যেন জ্বলছে একটি মোমবাতি, নেভে না ।
আমাকে কি মনে পড়ে?
- নাহ!
তাহলে ধৈর্য হারাতে না
অস্থির বসন্ত কোকিলের মতো;
ঝর্ণাশহরে উড়ে যেতে না
প্রমোদ বিহারে আবার, দ্বিতীয়বার।
আমি কি অবিশ্বাসী?
- আমি তো খুঁজিনি
অন্য কোনো রমণীয় মনোভূবন।
যদি যেতেই হয় একান্ত,
তোমাকে না জানিয়ে যাবো না।
তুমি কি অবিশ্বাসী?
- তোমার কাছেও চাইবো একই রকম শিষ্টতা ।
এই তীব্র শীতে মরে যাচ্ছো নিশ্চয়ই?
- শাস্তি পেতে থাকো,
শীতকাল আমার বিষন্ন প্রিয়তমা ।
তাহলে ভালোই আছো?
- ঝর্ণাশহর গেছো, পিকনিকেও যাবে,
গান করবে, আমি নেই, বাধাও নেই.... মুক্তি !
আমাকে ঘিরে কত যে চিন্তা ছিল !
এখন সেসব যন্ত্রণার কাঁটাগুলো
যেন ঝরে গেছে গোলাপের শরীর থেকে ।
কেন তবে শুধু শুধু এতো মায়া দেখালে ?!
হতে চেয়েছিলে আমার সহায় ?
আমার দুঃখটি সবচেয়ে বেশী সেখানে ।
আমি কি ভেবে নেবো
তোমার এই আচরণকে ?
নাহ। কিছুই ভাববো না।
তোমার মতো কেউ........
আমার মাঝে আর থাকে না ।
(১৩.০১.২০১৮)