(১)

এক দুই তিন চার
সবার বিবেক এক মানবিক তলোয়ার।

পাঁচ ছয় সাত আট
অথচ হাতছানি দেয় বিবেক বিক্রির হাট।

নয় দশ থেকে একশো
বিবেকের কামড় সহ্য করি কী করে, সে এক রহস্য!

(২)

এক দুই তিন চার
তুমি রাজা নও, তুমি সেবক এ জনতার।

পাঁচ ছয় সাত আট
চাকরের মতোন জনতার জীবন করবে নির্ঝঞ্ঝাট ।

নয় দশ থেকে একশো
তুমি থাকবে জনতার কুকুরের মতো পোষ্য ।

(১০.০৫.২০২৩)