যন্ত্রণার দ্যোতনায় দোতারা বাজাইয়া চলি
তাই কারো চক্ষে কবি মুই ক্ষ্যাপার মতন জ্বলি
তিতা হইতো যদি জিহ্বা পুড়তো জীবনের বঞ্চনায়
কইতেন উনারাও তবে কাব্যে ব্যাজার মার্কা কথাকলি ।
(০৮.০২.২০২৩)
(** মউজ করলাম এট্টু, কী কন প্রিয় কবি মোহাম্মদ খায়রুল কাদির। )