বেঁচে আছি এই পৃথিবীতে
যেখানে সবাই যেন মেতে আছে
রক্তেরই এক উৎসবে
যুদ্ধ, হত্যা, রক্তের উৎসবে ।
তাকিয়ে দেখো তুমি দেশ থেকে দেশে
পশ্চিমে, প্রাচ্যে, উত্তরে, দক্ষিণে ।
শ্রেষ্ঠ জীব বোলে গর্ব করে
এই মানবজাতি সে তো আসলে
নির্বোধ প্রাণী এই জগতে
যে নিজেই নিজের ধ্বংসে মেতে থাকে।
সারা বিশ্বের দুঃস্থের হাহাকার
তুমি শোনো না শুধু নিউক্লিয়ার
বানাতে তুমি হয়ে আছো ব্রতী
দেখাতে তোমার পেশী-শক্তির কারবার ।
এতই যদি ধ্বংস যজ্ঞে মেতে থাকতে
তোমার খুব ভালো লাগে
তবে কেনো অকারণে করছো দেরী
দাও না শেষ করে পৃথিবী ফুৎকারে ।
প্রাণীজগতের সব অন্য প্রাণী
মানুষ থেকে সব নিম্নশ্রেণীর
তবুও তারা অকারণে
করে না হত্যা নিজের প্রজাতিকে ।
সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান
শােনাে পৃথিবীর মানুষের আহবান
তারা চায় না জীবন রক্তযুদ্ধে
চায় শান্তির পায়রা উড়ুক আকাশে ।
মুসলমান, হিন্দু, খৃষ্টান
সব ধর্মেরই আছে জয়গান
কেউ ছোট নয় কেউ বড় নও
বিশ্ব মানব ধর্মেই শ্রেষ্ঠ হও ।
(২১.১২.১৯৯৮)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)
(***মূল লেখায় কতগুলি দেশের নাম লিখেছিলাম সে সময়ে যুদ্ধ-হত্যা-রক্তে লিপ্ত ছিল, কবিতা আসরের নিয়মাবলী লঙ্ঘন হবে বলে, দিলাম না এখানে।)