বারান্দায় দাঁড়ানো মেয়ে,
রাস্তা দিয়ে যাওয়া
আমার এ একঘেয়ে জীবনকে
ডেকে নিয়ে যাও
ঐ বারান্দায় দাঁড়ানো হৃদয়ে ।

অথবা ছুড়ে দাও
এই বিবর্ণ বিমুখ জীবনের দেহে,
তোমার বারান্দার টবগুলো থেকে
টগর, বেলি বা একটি অর্কিডকে ।

বলো বলো চিৎকার করে,
বারান্দায় দাঁড়ানো ঐ সৌন্দর্যের
স্নিগ্ধতা থেকে
আর অনুরাগের সমস্ত শক্তি দিয়ে,
আমার দিকে,...এই যে শুনুন !
ছিল না কখনোই ভুল,
যেভাবে চেয়েছিলেন এ জীবনকে ।

বারান্দায় দাঁড়ানো মেয়ে,
তুমি হয়ে যাও হঠাৎ
সেই আবেগের জীবন....
পরাজিত আমি আজ, যাকে চেয়ে চেয়ে ।

(২৮.১১.২০২৩)

*** অনুপ্রেরণা, স্নেহের অনুজ কবি মিহির চৌধুরী ইমন এর কবিতার একটি ছবি। সেদিন ওর কবিতা পড়তে গিয়ে দেখি, বারান্দায় দাঁড়ানো একটি মেয়ের ছবি দিয়েছে কবিতার সাথে। দেখে, যেমন হয় আমার মতো অকবিদের, হঠাৎ অনুভব এসে ধাক্কা দিল এবং লিখলাম।