বাংলাদেশের মাটি আমার সারা দেহের মাটি ।
বাংলাদেশের নদীর জলে দেহের রক্ত নদী ।
সন্তান আমি শেখ মুজিব এর গর্বে মহীয়ান,
আমার নামে মিশে থাকবে শেখ মুজিবুর রহমান ।
এই ঢাকা'রই ভালোবাসায় আমার হৃদয় ঢাকা,
বাংলাদেশের সবুজ নসিব এই কপালে আঁকা ।
ঐ পতাকার তলেই হবে আমার দেহের কবর,
মানচিত্রে পড়বে তুমি আমার জীবন খবর ।
কথাই ছিল প্রেমিক হবো আমি আমার দেশের,
ভুল করিনি তাই হয়েছি শপথে মুক্তিযুদ্ধের ।
বাঙলার নারী ভালোবেসেছি কবিতার মতো কোরে,
মা'কে রেখেছি বুকের ভেতর বাঙালি সত্তা প্রেমে ।
এ দেশের ছেলে নষ্ট হবে না ভাঙ্গবে না এই নীড়,
এ দেশের মেয়ে মন্দ হবে না মমতা হবে নিবিড়।
বাংলাদেশের ইতিহাস হবে অবাক মুগ্ধ পাঠ !
যদি ঐক্যের নিশানা উড়িয়ে দূর করি বিভ্রাট ।
(১৩.১১.২০২৩)