আমি মুজিব ভালোবাসি ।
তবে তাঁর রেখে যাওয়া কংসদের
বিদ্বেষী কর্ম ভালোবাসি না।
আমি ভালোবাসি মুক্তিযুদ্ধ,
ভালোবাসি একাত্তর, স্বাধীনতা,
বিজয়ের এই পতাকা ও মানচিত্র ।
তবে "স্বাধীন হয়ে লাভ কি হলো ?"
কখনো তা বলি না।
মানচিত্র স্বাধীনতা
এবং নাগরিক স্বাধীনতাকে
ময়দার মন্ডের মতো মিশিয়ে
সৃষ্টি করি না কাব্যিক দ্যোতনা।
কথা ছিল কথা ছিল ধরনের....
সে সুদক্ষ কাব্যিকতার মতো
আমার বাংলাদেশের এই কিংবদন্তীর
বিজয় ও স্বাধীনতাকে
কসাইয়ের মতো কর্তন করি না।
সেই কৌশলটি অবলম্বন করে
আমার নেই
কবি হবার লোভাতুর বাসনা ।
কবি হতে পারো সে চাতুর্যে
তবে দেশপ্রেমিক কখনো হবে না।
মহান মুজিব এর কারণেই
আজ আমাদের জীবন আর নয়
ধ্বংসের মুখপ্রান্তে দাঁড়ানো ঐ পাকিদের
পা চাটা কুকুর পরাধীনতা।
রাজনীতির বিভেদে
আমাদের বাংলাদেশ
আমি ভাঙি না, ভক্ষণ করি না।
অমর এ বাংলাদেশ
আমার বাঙালি হৃদয় ও জীবনের
সবুজ শ্যামল স্নিগ্ধ কোমল
মমতাময়ী মায়ের মতো আঙিনা ।
(২৫.০১.২০২৩)
(মহান শেখ মুজিব এর প্রতি তাঁর জন্মদিনে শ্রদ্ধা। এই মহান মহানায়কের জন্যই আজ আমাদের এই গর্বের বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব কিছু থেকে উর্ধ্বে।)