কলুষিত কোরো না শেখ মুজিব এর নাম ।
তিনি অতিশয় উঁচু, অতি বহুদূর উচ্চতর মহান ।
বাঙালির মুখে এ নাম, কখনোই কোনো পক্ষের নয়,
এ তো বাঙালির পরিচয়, অতি গর্বের চির অক্ষয় ।
শেখ মুজিবুর রহমান, বাঙালিদের হৃদয়ের আলো,
তিনি ছাড়া বাঙালির বাংলাদেশ
সৃষ্টি হতো কী করে বলো ?
পরম আদরে শ্রেষ্ঠতম তাঁর অবদানে,
চির উজ্জল সৌধ গড়েছে মহাকাল ।
সেটিকে রাখবো বাঙালি নিবিড়তম শ্রদ্ধায়,
স্পর্শ করবে না বিভেদের কালিমা
বিভেদের জঞ্জাল ।
(০৪.০২.২০২৪)
(** হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা)