দেখো কী দৌড়াচ্ছে মরু জন্তুগুলো,
ঐ দেখো, হাতে উঁচিয়ে অন্ধকারের যুগ,
কী এক আঁধার রাজ্য সৃষ্টিতে ক্ষুধার্ত খুব ।
ঝরছে উন্মত্ত মুখে স্লোগানের লালা,
যেন ছিঁড়ে ছিঁড়ে খাবে এখনই
বাঙালির অস্তিত্বে লালিত লাল-সবুজ ।
পাথরে গড়বে বাংলাদেশ,
মারবে পাথরে এই বাংলার মানুষ ।
অন্ধ কীটের মতো বেড়েছে গহবরে
বেরিয়ে এসেছে আজ রাজপথে
কিলবিল করা কী উগ্র উল্লাসে,
হুশহীন বাঙালির দম করবে এবার ঠুস্ ।
(০৮.০৩.২০২৫)