আজ দিবসের ইচ্ছেরা দূরত্ব
সাথে মিশে আছে ক্রোধ,
এই দু'চোখে খুঁজি না আর
তবুও হঠাৎ, তুমি আর রোদ

দেখি বসে আছো পাশাপাশি
রেখে এক হাত রোদে বানভাসি ।
ভাবি, ভুলে মুগ্ধতার তুমুল বাতিক
রোদ শুধু এ বাংলার নয়, রৌদ্রেরা আন্তর্জাতিক ।

না হলে বলতাম, সরে যা রোদ
এই রমণীর মতোই মুখটি করে বাঁকা,
যখন সে বলে, অভিমান, বিরহী
ইত্যাদি কবিতার শব্দাবলী
তার কাছে নাকি মনে হয়
ভীষণ রকম ন্যাকা ন্যাকা ।

সহ্য করে নিতে পারি অনুরাগের শরীরে লাথি,
কিন্তু কখনোই নয় মেনে নেয়া  
বাংলা কবিতার প্রতি
কোনো বাঙালি রমণীর এমন তুচ্ছ করা
বিদ্রুপ, উন্নাসিকতা ।

(০৬.০৩.২০২৫)