সে হাঁটতে থাকে । সে হাঁটতে থাকবে ।
একাত্তর বা তার চেয়েও বেশী দেশপ্রেমে
সে সেই যুদ্ধের মতো শুধু হেঁটে যাবে ।
ভালোবাসার মতো প্রবল হাতছানিতেও
সে আর থামবে না ।

কেনো এই দেশে এই অভিশাপ ?
সেটির কারণ না জানলে !
এই দেশে অশুভ শক্তিটি ঠিক কি ?
সেটি খুঁজে না পেলে,
সেটির বিনাশ না হলে,
সে আর কখনো বিশ্রাম নেবে না ।
এই দেশের লাল সবুজের হৃদয়
কখনো সে বদলে যেতে দেবে না ।

(১২.১০.২০২৪)