সবুজের উপর আকাশ সেজে হাঁটলেই তো
কাছে যাবো না ।
এবং ইচ্ছে হলে এও শুনে যেতে পারো
এই মনের অভ্যন্তরে এসে,
কী দারুণ ছুড়ছি শক্তির বাক্যটি
তোমার ঐ আকাশ সজ্জার দিকে
"যেতে পারি, কিন্তু কেন যাবো?", না যাবো না ।
তার আগে
কপিলার মতো তেজী আদরে সেঁচে দিতে হবে
পদ্মাসম যতো দুঃখ গ্লানি এই ডুবন্ত হৃদয় থেকে,
দিয়েছো যা কিশোরীর অবুঝ উত্তাল
স্রোতের মতোন তুমিই।
বন্ধুত্বের অনিবার্য গ্রন্থ খুলে
নেবে দীক্ষা, বলবে আজ থেকে অনির্বাণ বন্ধু তুমি।
ঘনঘন বোমাঘাতের মতো সংঘাত ও তর্কে
ধ্বসিয়ে দিলেও একে অপরের হৃদয়,
তবুও আমাকে করে রাখবে
বাঙালি সংস্কৃতির পুরোধার মতো ঐ অস্তিত্বটির
মজনুবৎ আস্কারায় লালিত এক ললিত ভূস্বামী।
তা না হলে,
সবুজের উপর আকাশের মতো সাজবে না,
খালি দু'পায়ে ঘাস ও শিশির স্পর্শের
কোনো অমোচনীয় মুগ্ধতার দৃশ্য সৃষ্টি করবে না,
বসন্ত, ফাগুন, বৈশাখের মতো
বাঙালির যতো উৎসবের সুদক্ষ শিল্পী হয়ে
জাগাবে না বারে বারে বুক বিদীর্ণ করা দহন,
যেখানে হাসান এর "মিলনই মৌলিক" বাক্যটি
পুড়ে পুড়ে তুলে যায় তবুও কী আলোড়ন !
(১৭.০৩.২০২৫)