পদ্ম ফোটে পদ্ম ফোটে তোমার কোমল ঠোঁটে
পদ্ম পুকুর নীরব দুপুর হৃদয় জেগে ওঠে
ঘাসফুলেরা পায়ের কাছে তারার মতো দোলে
তোমার চোখের অশ্রু দিলে পদ্ম পুকুর জলে।
২২/১০/২০২২
ঐ দুপুরে ঐ বিকেলে বাগান পথে তুমি
খোলা চুলে নিবিড় রূপে হৃদয় দিলে চুমি
হঠাৎ গহীন হঠাৎ খােলা কী যে সবুজ খেলা
তোমার মতো রৌদ্র ছায়ায় কাটলো বাগান বেলা ।
২২/১০/২০২২
একটু হাঁটি একটু বসি ঝগড়া মাঝে মাতি
গল্প মাঝে হেঁটে গেলো কাপ্তাইয়ের এক হাতি
দেখতে পেলাম অনুরাগে তোমার ফটোগ্রাফি
লেন্সে আমায় দেখলে কিরূপ আদিম নাকি সুফী ?
২২/১০/২০২২
পদ্ম পুকুর পাড়ে বসে বললে শোনাও গান
ভাবতে গিয়ে রবি বাবুই দিলেন মনে টান
ভয়ে ভয়ে গান গেয়ে যাই যদি কাটে সুর
মিষ্টি তোমার ঠোঁট বাঁকালে হৃদয় হবে চুর ।
২২/১০/২০২২
হাঁটছি দুজন যেই ভুবনে গোলাপ শুধু ফোটে
দখিন হাওয়ায় ভালােবাসা মাতাল হয়ে ছোটে
মাথার ওপর সন্ধ্যাতারা আশির্বাদে হাসে
এই পৃথিবী মধুর জীবন যখন তুমি পাশে।
২১/১০/২০২২