আমিও সচিবালয় করবো ঘেরাও ।
বলবো, শোনাে হে যারা আছো অন্তর্বর্তীকালীন
করে যেও নিশ্চিত যেন
ভবিষ্যত সরকার নিজেকে না বলে ক্ষমতাসীন,
কেননা এদেশের ক্ষমতা একমাত্র আমি জনতার মালিকাধীন ।
এই কথা যেন কখনো তারা ভুলে না যায়,
বাধ্য ভৃত্যের মতো নিরত থাকে জনতার সেবায় ।
(২৬.০৮.২০২৪)