তোমরা জনতারা বড় বেয়াদপ ।
এত আদর করি তবু কথা শোনো না
জ্বালায়ে মারো ।
এখন থেকে আদর করবো না
চকলেট দেবো না, চুমু খাবো না
বাদ ।
তোমরা জনতারা ভীষণ বেঈমান ।
খাঁচায় পুষি যত্ন করে
কী সুন্দর খাঁচা
আরো সুন্দর সে খাঁচার মধ্যে বাঁচা
অথচ ভাঙতে চাও যখন তখন।
আর ডাকবো না আদর করে
ওরে আমার সোনার ময়না পাখি
আমার সোনার ডিম পাড়া রাজহাঁস।
তোদের কী অসম্ভব ভালোবাসি,
বলবো না । বাদ।
তোমরা জনতারা খুব অকৃতজ্ঞ ।
কত দিতে থাকি তবু কামড়াতে আসো
কিছু না হলেই ঘেউ ঘেউ চিৎকার।
আর আনবো না বিদেশ থেকে খাবার
দেবো না চাটতে হাড়-মাংস
করবো না মোটা তাজা ।
পোষ্য স্নেহে বলবো না
ভে..এ..এ..রি গুড ডগ।
বাদ।
তোমরা জনতারা অসহ্য রকমের অবাধ্য ।
কী যত্নে লালন পালন করি, নিরাপদে রাখি।
কত খেলনা কিনে দেই।
তবু শান্তি দাও না।
কোথায় সব কিছু ভুলে খেলবে।
জড়িয়ে ধরে বলবে, বাবা মা সো সুইট।
বলবে, ডিয়ার পাপা দিস ল্যান্ড ইস
অনলি ইয়োরস, কখনো আমাদের না।
তা না অনশন, ধর্মঘট মিছিল
জ্বালাও পোড়াও ভাঙচুর ।
ফালতু কান্নাকাটি স্লোগান চিৎকার ।
অনন্তকাল খবরদারি করবো,
সেই সুখস্বপ্নে ঘুমাতে পর্যন্ত দাও না ।
আর লাই দেবো না। ইট ইস নট ডান।
বাজেয়াপ্ত করবো।
ত্যাজ্য করবো । মিসকিন করে রাখবো।
ভাত দেবো না। ভিক্ষা দেবো না।
মরতে দেবো না, বাঁচতেও দেবো না।
আমাকে ছাড়া, কোনো স্বাধীন জীবনের
স্বপ্ন দেখতে দেবো না ।
সব বাদ।
(০১.১১.২০২২)