আমি বাসের মানুষ
এবং কাদা প্যাচপ্যাচে বাজারের ।
আমি বিযুক্ত চরিত্র এবং এক দিশেহারা দীন
তোমাদের বিলাস মিশ্রিত ঠোঁটে কপচানো
অথচ নিজের মাঝেই প্রয়োগ বহির্ভূত যত দর্শনের ।

তবে আমি তো নই অনভিজাত কেউ
এই সম্মিলিত এবং উঁচু, নিচু, মধ্য চিহ্ন সম্বলিত
আমাদের খামারের ।

আমার চিন্তা চেতনা ও মনের আভিজাত্য,
তোমাদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদ
আর গাড়ি বহর ছাড়িয়ে এ বাংলার সর্বোচ্চ শৃঙ্গের ।
আভিজাত্য আমার শেখ সাদী'র মতো
তোমাদের রাজ ভোগের টেবিলে
বার বার পরিহিত বিবর্ণ বস্ত্রের ।

(১৫.০১.২০২৫)