স্বাভাবিক মৃত্যুর কথা শুনে আমরা বললাম,
আত্মা শান্তিতে থাকুক।
দুর্ঘটনার কবলে পড়ে যে মৃত্যু,
তার জন্যও বললাম, আত্মা শান্তিতে থাকুক ।
তবে হত্যার মধ্য দিয়ে হলো যে মৃত্যু,
যদিও বা বললাম আত্মা শান্তিতে থাকুক,
তবু যেন এক প্রকার মিথ্যাচারে মলিন হলো মুখ।
কেননা আমরা কী জানি !
হত্যাকৃত মানুষের আত্মা ক্ষমা করে হত্যাকারী
মেনে নেবে কি নেবে না চির শান্তির সুখ ?
(২৩.০৬.২০২৪)