চাঁদের আলোতে মধ্যরাতে ভিজে যেতো
এক মেয়ে
শুষে নিতো চুলের শিশির তার রূপোলী তোয়ালে,
কোনো এক কাগজ, কলম ও কবিতার সময়ে।

বিকেলের বাগানে দাঁড়িয়ে
তীক্ষ্ণ দু'চোখে তাকাতো মেয়েটি সাহস নিয়ে
অনুরাগে জর্জরিত কোনো সাহসহীনের দিকে
যেন বলতে চাইতো তখন,
কখনোই কুলোবে না দেখছি সাধ্যে, কথোপকথন !

চর্চা হয়নি দুরন্তপনা, কাঁচা কবিতায় কাঁদতো শুধু
অবাধ্য চিন্তারা, ছিল সব পথেরা নির্জন...

বিকেলের আলো ভেঙে এক ঝাঁক টিয়া পাখিরা
নামিয়ে আনতো সন্ধ্যা আর ভাঙ্গা মন,
এরকমই কোনো সন্ধ্যায় একদিন
পরে নিলো যথার্থই হয়তো মেয়েটি
তার সর্বাঙ্গে দুরন্ত এক অন্য কোনো সাহসী বন্ধন।

(২৪.০৬.২০২৪)