বঞ্চিত অথচ স্বপ্নতাড়িত সেই যুবকের কাছে
মেয়েটি প্রতিদিন একবার আসে ।
রক্তের মাঝে তোলে ভীষণ দোলা,
হয়তো এ এক নিষ্ঠুর খেলা ।

সে যুবক বেঁচে থাকে অন্য জীবনে,
সে জীবন ফড়িং-এর দোয়েলের, হয়তো তাও না ।
তবুও মেয়েটি কোনো বাধা মানে না ।
নির্লিপ্ত এ যুবক কোনোদিন জাগবে না ।

এই নিষ্ঠুর পৃথিবীর কোনো দংশনে,
বেঁচে থাকার নির্মম কোনো আঘাতে,
সে বোধহীন, শব্দহীন হয়ে বাঁচে ।
চাওয়া পাওয়ার সব রঙ মলিন হয়ে গেছে।


(১১.০১.১৯৯৯ - রাত ১০.৩০)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)