হলে হয়তোবা আরণ্যক অথবা পাহাড়ী
বোহেমিক গদ্যে প্রাপ্তি হতো নিবিড় মুগ্ধতা ।
কর্কশ শহরে কংক্রিটের জঙ্গলে আমার বাড়ি,
মিষ্টি প্রশংসিত গদ্য গ্রহন করে না সে দৈন্যতা।

এই ভূমি মুক্ত করিনি জন্মিনি বোলে সেসময়
তাই নেই সে ইতিহাসের হিরোইক গদ্য কথা
নাহলে আমারও আমন্ত্রণ হয়ে উঠতো হিরন্ময়
দল-বাঁধা রমণী মোহনে মথিত হতো যোগ্যতা ।

শহরের বিছানায় হাহাকারে আমি স্বপ্নে সামুদ্রিক,
সেই বেদনা,
    তোমার গদ্যের ঐশ্বর্যে নিতান্তই অশৈল্পিক।

(২৯.০৩.২০২৪)