ঐ যায় আমার বন্ধুটি, দরজা পেরিয়ে ।
সারাটা দিন তাকে দেখিনি, এবং সে কারণ
কোনো ভারী বর্ষণ সৃষ্টি করেনি ।
সে যাবার কালে,
হাসলো, শুভেচ্ছা ফোটালো দু'ঠোঁটে
আন্তরিক ও নিশ্চিত ঐ দূরত্বটি থেকে,
এবং সেই মুহূর্তটি কোনোভাবে তাকে
আরো বন্ধু করে তুললো আমার কাছে।
(১৮.১২.২০২৪)
Buddy
- by Marshall Iftekhar Ahmed
There goes my buddy, out the door.
I did not see her all day
and it did not cause any downpour.
As she leaves,
she nods and smiles from the distance,
sincere and sure, and somehow
that moment
makes her my buddy, even more.
(18.12.2024)
Copyright © Marshall Iftekhar Ahmed | Year Posted 2024