হ্যাঁ বিদুষী দেশপ্রেমিক আমার,
গৃহীত হোক তোমার প্রার্থনা;
তোমার বন্ধু সাম্রাজ্যে যারা আছেন
সত্যের অনন্য অন্বেষক,
সুস্থ হয়ে বেঁচে থাকুক তারা;
তাদের কর্মযজ্ঞে
বাংলাদেশের সকল পাহাড়ের গাত্র থেকে
ফেটে পড়ুক সত্যের প্রবল ফোয়ারা;
জন্ম নিক নদীমাতৃক
আমাদের এই নির্মল নদীজল সিক্ত দেশে,
সত্যের রূপে আরো একটি ঝলমলে নদী;
তারপর আমরা সাঁতার কাটি
ধুয়ে যাক আমাদের অস্তিত্ব থেকে
মিথ্যা ইতিহাসের মলিনতা বানোয়াট স্মৃতি ।
আর কি চাও বিদুষী আমার?
উঠে যাক স্রষ্টার আকাশ পর্যন্ত
সত্য যুগের মতো শক্তিশালী
এক জ্বলজ্বলে সত্যের মিনার !
যা দেখলে মানুষের মুখের মিথ্যা থেমে যাবে,
জিহবা আড়ষ্ট হবে,
যখনই বিকৃত করতে চাইবে
আমাদের কিংবদন্তীর মতো একাত্তরের বিজয়গাঁথা।
আমাদের ইতিহাস গ্রন্থের পৃষ্ঠা থেকে পৃষ্ঠায়
নক্ষত্রের মতো বিচ্ছুরিত হবে
সত্যের নীলচে মনরোম আলো;
আমাদের হাতে, আঙুলে, কলমে
ঝরবে স্বর্গের মহা আলোর মতো
সত্যবাদী সকল অক্ষর,
দেখবো আমাদের মতভেদের মৃত্যু
আমরা সবাই হবো সত্যের পয়গম্বর;
আমাদের ঐক্যমতের মিতালীতে
মুখরিত হবে এ দেশের শহর গ্রাম অরণ্য,
সর্বস্ব অর্পণ করে দেবো দেশ জননীর জন্য ।
আমরা ভুলে যাবো মিথ্যার পাঠ,
ভুলে যাবো মিথ্যের বেসাতি;
আমাদের শপথে অনন্য হবে এই সত্য,
পৃথিবীতে বাঙালিরাই
মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠতম জাতি।
(16.07.2022)