মন সুস্থির নেই।
একজন অরণ্য অভিযানে গেলো
আর ঝর্ণাকে আলিঙ্গন করে হেসে উঠলো
অপূর্ব !
আরেকজন বাতি নিভিয়ে দিয়ে
আমাদের কিংবদন্তী ইতিহাসের___নীরব হলো ।
অন্য জন এক মহানের প্রতি অসভ্য সময়ে
প্রতিবাদ স্থগিত রেখে
চলে যেতে বাধ্য হলো বাঁচাতে
তারই বেঁচে থাকার একমাত্র আলো।
তবু আমার মনোযোগ নেই,
অভিমানের দৌর্দন্ড প্রতাপ নেই
জানি আছে ভালোবাসা,
তবে কুন্ঠিত অবয়বে সেটি এখন দাঁড়িয়ে
কিছুটা দূরে।
মন শান্ত নেই।
কার হাতে
নিরাপদ হবে আমাদের সামান্য জীবন ?
কার হাতে
সুরক্ষিত হবে আমাদের নতুন স্বপ্ন ?
কে আমাদের ভাসতে শেখাবে ঐক্য আর
আনন্দের সুরে ?
সে সব নিশ্চিত করে জানা না হলে,
আমার ভালোবাসাগুলোর দিকে আবার আমি
ফিরবো কী করে ?
মনে যেন নেই সেই নিশ্চয়তা,
আমরা কি থাকবো প্রতিজ্ঞাবদ্ধ
নতুন দিন নিয়ে আসা
সব তরুণ মৃত্যুগুলোর উপরে ?
(০৮.০৯.২০২৪)