আমরা যারা যুদ্ব দেখিনি, যুদ্ধে বাঁচিনি
বিভৎস, পোড়া, দুঃসহ, দুর্জন ;
জীবনের কণামাত্র মূল্য নেই, মৃত্যুরও ;
আমরা যেমন পায়ে পিষে মেরে ফেলি পিঁপড়া
অনায়াস, গ্লানিহীন ।

যারা যুদ্ব দেখেনি
তারা কোনোদিন জানবে না, বুঝবে না
কতটুকু দানবীয় হতে পারে সে জীবন।
শয়তানের নারকীয় এক জগৎ
চারিদিকে শুধু মৃত্যু করে তাড়া
ঈশ্বরহীন এক পৃথিবী
গুমরে গুমরে কাঁদে প্রার্থনার শব্দেরা
মৃত্যুর হিম আতঙ্ক আর আর্তনাদের মাঝে;
সত্তা থেকে খসে খসে পড়ে
সুকোমল সব মানবীয় চরিত্র
শুধু টিকে থাকে পাথরের মতো অস্তিত্ব নিয়ে
মানুষের মতো বেঁচে থাকার চেষ্টা ।

প্রতিদিনের ছায়াময় শান্ত জীবনের হা-হুতাশ
বেদনাহত নির্ঘুম রাত
সব কিছু মনে হবে নস্যি
যদি একবার আমাদের যুদ্বের সময়ে বাঁচতে হয়।
যদি....... বেঁচে থাকা ভাগ্যে থাকে।

(১১.১২.২০১৮)