তোমাকে বোলে বোঝাতে আমি পারবো না,
কেনো এরকম হয়ে গেছি ।
না নেই দোষ তোমার কোনো
সব কিছুর জন্য দায়ী, এই বেঁচে থাকা,
এই সমাজে ।
চেয়ে দেখো শত শত ক্ষুধার্ত মুখ
নিরাপত্তাহীনতায় শত শত নির্ঘুম চোখ ।
কত তাজা রক্ত অহেতুক রক্ত ঐ রাজপথে
কারা মেতেছে, কেড়ে নিতে
আমাদের বেঁচে থাকার সুখ ?
এরকম সময়ে আমি পারবো না
তোমাকে ভালোবেসে যেতে ।
আমি পারবো না অহেতুক আলাপনে
সময়টাকে হারিয়ে যেতে দিতে ।
তুমি কি কাঁদছো, নাকি তুমি ভাবছো,
কতটুকু সত্যি বলছি আমি ?
নাকি কলুষিত সমাজটার মতোই
দিতে চাইছি আমি তোমাকেও ফাঁকি ?
(০৭.০৪.২০০১)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)