আমি কথা বলছি
বাংলাদেশের স্বার্থের পক্ষে ।

বহু কথা বলেছ, এবার থামো,
ঐ নীরব শ্রদ্ধার বেদীতে রাখো
নিষ্কলুষ আমাদের মুক্তিযুদ্ধকে।
এ দেশের মাটিকে ভালোবাসো
মায়ের মতো
আর লাল সবুজের ঐ পতাকার দিকে তাকিয়ে
বাতাসে মিশিয়ে দাও গর্ব মিশ্রিত তোমার
মহা তৃপ্তির শ্বাস।

বৈষম্যকে বিসর্জন দাও বুড়িগঙ্গায়,
আমাদের বিভেদকে টুকরো টুকরো করে
ছুড়ে দাও প্রমত্ত পদ্মার সংহারে
এবং তিরোহিত করো দুর্নীতিকে
দক্ষিণের মহা নীল জলেরও ওপারে।

অধিকারে আলোকিত করো বাংলাদেশ
প্রখর সূর্যের মতো
সকলের সাম্য আর মানবতার লক্ষ্যে ।

(১১.০৬.২০২৪)