মনতো আমারও ভালো থাকে না
তোমার মতন।
কে কোথায় কখন ছুঁয়েছে
মন ভালো থাকার নিখুঁত সন্ধিক্ষণ ?
তার সাথে মন ভালো থাকে না আরো
ভাবি যখন,
তোমাকে কি সত্যি কখনো পাবো আমি?
কখনো কি নেবে তুমি আমাকে
তোমার সেই মেঘ পাহাড়ের বাড়ী।

তবু এই সব মন খারাপের মাঝে,
যখনই দেখি তোমাকে,
আমার ভেতরের আরেক আমি
যে তোমাকে একান্ত আপন করে ভালোবাসে ;
তোমাকে দেখলেই,
সে ভেতরের জন
কোমল আলোর মতো হেসে ওঠে ;
তার ছায়া তখন
দেখা যায় বাইরের এই যে আমি,
তার চোখে আর তার মুখে।

তবে কেন তুমি পারো না এমন?
আমি কি হইনি আজো,
তোমার মন ভালো করে দেয়ার মতন
কোনো প্রিয়জন?

(০১.০৮.২০২২)