আমি জানি না কী কোরে ।

আমার জানা নেই কী কোরে ।

জীবনের হাতুড়িতে লাল ইটের খোয়ার মতো

টুকরো টুকরো করে ফেলা এ হৃদয়,

কীভাবে আবার সম্পর্ক তৈরি করে ?

আমার জানা নেই কী কোরে ।

জীবনের ছুরিতে লাল ফলের মতো

খন্ড খন্ড করে কর্তিত এ হৃদয়,

নির্ভয়ে আবার কী করে ভালোবাসতে পারে?

আমি জানি না কী কোরে।

ক্ষমা করো, সময় যখন

দুরন্ত দুশমন ঘোড়সওয়ারের মতো

লুটে নিয়ে সব আমার প্রাপ্তিগুলো

মিশে গেছে দূর প্রান্তরে,

দিলো না এতটুকু তোমাদের মত করে,

পালিত হলো যখন

কোন অজানা ক্রুরের নির্দেশ অক্ষরে অক্ষরে,

জীবনের প্রতি যাপিত আমার প্রেম

ফেরাবো কীভাবে এই দুই বাহুডোরে?

আমার সত্যি জানা নেই কী কোরে?

আমি জানি না কী কোরে ।


(১০.১২.২০২২)