আমি যা লিখবো, সেটি স্বপ্ন আবৃত রহস্য ।

যেন যাদুবাস্তবতার মাঝে
                   সচিত্র চিহ্নের মতো সম্ভাব্য,

ভবিষ্যতের ভেতর
       জন্ম অথবা মৃত্যুর রূপালঙ্কারেই ভবিতব্য,

হবে হয়তো তা মহাকালের একটি ক্ষণচারী শিল্প
        একিসাথে হতে পারে গৃহীত এবং নিষিদ্ধ ।

আমি যা লিখবো,
তা পুনরাবৃত্ত স্বপ্নে মায়াজাল মর্মরে মিশ্রিত,
মিলন উন্মুখ সুখ অথবা সর্বনাশের দিকে
                                      হয়তো ধাবিত ।

আমি যা লিখি, তা যেন সেসবের উপর          
অবলোকনকারী প্রেরিত অবয়বের মতোন বিমূর্ত ।

আমি যা লিখবো, সেই রহস্য আমাকে করে তৃপ্ত
এবং সেই আশ্চর্যটি নিরেট ধাঁধার মাঝেই রক্ষিত ।

(১৯.১২.২০২৪)