আমার সংলাপ ভেদ কোরে,
দেখতে চেয়েছো কি উজ্জ্বল অনুরাগ ?
ছাইয়ের মতো উড়িয়ে রূঢ়তা
দেখোনি কখনো আদর বেশীর ভাগ ।

এত রাগী চোখ নিয়ে তাকাও
যেন সর্বোচ্চ হীন মানব আমি ।
অথচ আশ্চর্য অনুভবে কেনো ভেঙে পড়ি
যখন রৌদ্র ও ঘাস
খালি পায়ে স্পর্শ করো তুমি ?

কেনো অভিমান
মন্দিরের মতোন কোমল হয়ে ওঠে,
হাত বাড়াও যখন কৈশোরিক ঝংকারে,
দাও মধ্যমণির মূল্য তুলে কী অস্থির আহবান
ঐ প্রমিত দু'ঠোঁটে ।

অথচ কখনো তোমার অশ্রুঝরা সংস্কৃতি
স্বত্বাধিকারীর মতোন কেবলি
কী ব্যস্ততায় শুধু রাগ ফুটিয়ে ছোটে ।

সে সময়ে আমারও সংলাপদের
কোনো ট্র্যাজিক পাণ্ডুলিপির মতো আত্মাহুতি ঘটে ।


(০৯.০২.২০২৫)